Image description

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনে প্রাণ হারান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। তার ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

রবিবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল একদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির কথা উল্লেখ করে এতে বলা হয়, ছাত্রদলের উদ্যোগে ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার দুপুর ২.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে "মতপ্রকাশ থেকে মৃত্যুঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ " শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

 

সব শাখাকে এসব কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতৃবৃন্দকে যথাযথভাবে উক্ত কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেছেন।