কোনো সরকারি কর্মকর্তা ঘুষের দিকে হাত বাড়ালে, তার হাত ভেঙে অবশ করে দেওয়া হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকার জাতির ভাগ্য বদলের জন্য নয় নিজেদের ভাগ্য বদলের জন্য এসেছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৫ বছরে নিজেরা তাজা মোট হয়েছে। ভবিষ্যতে এদেশের কোনো বিচারক সরকারি কর্মকর্তা ঘুষের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না। বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্নতন্ন খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে।’
তিনি বলেন, ‘এই দেশে এমন একটি সরকার ছিল যারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল। যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়ে ছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না, মানুষ ভালো লাগলে হাসতে পারতো না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না। নারীরা স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে কাজ করবেন। তাদের মর্যাদা ও সম্মান পাবেন।’
জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস।
এছাড়াও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মওলান বদরুউদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অমুসলিম সংগঠনের জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, ঝিনাইদাহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।