
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে আমোদ-ফুর্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে নারায়ণগঞ্জের আলোচিত এই গডফাদারকে পরিবারের সদস্যদের সঙ্গে বিলাসবহুল গাড়িতে ঘুরতে দেখা যায়। অনেকেই ভিডিওটি শেয়ার করে নেতিবাচক মন্তব্য করেছেন।
নেটিজেনরা বলছেন, হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে ফুর্তিতে মেতে আছে। অথচ দেশের কর্মীরা এখনো রাস্তায় মার খাচ্ছে। নেতারা বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে, আর পাতি নেতারা দেশে জয়বাংলা বলে চিৎকার করছে। এদের ন্যূনতম লজ্জা নেই।
নিহাল হক নামে এক ব্যক্তি লিখেছেন, কর্মীদের ঘরে বাজার করার টাকা নাই। তারা রাস্তায় মিছিল করে। আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় লাইফ ইনজয় করছে। তারপরও কর্মীরা অন্ধ ভক্ত হয়ে মাঠে নামে, যাতে তাদের জীবন দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে পারে।
এর আগে আরও একটি ভিডিওতে শামীম ওসমানকে দুবাইয়ের একটি সুপার মলে কেনাকাটা করতে দেখা গিয়েছিল। একের পর এক এসব ভিডিও প্রকাশিত হওয়ার পর তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে, বিশেষ করে দলের নেতাকর্মীরা দেশে চরম বিপদের মুখে পড়লেও তিনি বিদেশে ভোগবিলাসে মগ্ন।
বিভিন্ন সূত্র জানায়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান। প্রথমে তিনি ভারতে যান এবং পরে দুবাইয়ে গিয়ে অবস্থান নেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।
শীর্ষনিউজ