Image description

ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।। আজ বুধবার (১০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি দুটি উত্থাপন করেন।

তার প্রথম দাবি— ডাকসুর প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে—এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় দাবি হিসেবে তিনি বলেন— দল-মত-পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোন হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মীর্জা গালিবের এই পোস্টটি ইতোমধ্যেই শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। ডাকসুর ২৮ সদস্যের মধ্যে ২৩ টি পদে শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ জয়লাভ করে।