Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ডাকসুর ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার যে অভিযোগ করা হচ্ছে- তা সত্য নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপি নেতা এ্যানি বলেন, ‘আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট বলা আছে নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’

এ্যানি বলেন, ‘আচরণবিধির ১২ (ক) ধারায় বলা হয়েছে, ভোটাররা তার পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। একইভাবে ১২ (খ) ধারায় প্রার্থীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। ফলে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী কোনো ভুল করেননি। বিধি মেনেই কেন্দ্রে প্রবেশ করেছেন।’