Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভোট প্রদান শেষে ভোটাররা তাদের অনুভূতির কথা জানায় আমাদের সময়ের প্রতিবেদককে। 

২০১৯-২০ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব ভোট শেষে তার অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আসলে এটা অসাধারণ অনুভূতি। আগে কখনো ভোট দিইনি, তাই প্রথমবার ভোট দেওয়াটা অন্য রকম। এতগুলো নামের ভেতর থেকে খুঁজে বের করা, সঠিকভাবে চিনে ভোট দেওয়া সবকিছুই নতুন অভিজ্ঞতা। আমি যাদের যোগ্য মনে করি, তাদেরকেই ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘‘অধিকার প্রয়োগ করতে পেরেছি।আমি বিগত সময়ে যে ভোটগুলো হয়েছে বিশেষ করে ’১৮ সালের নির্বাচন, ’২৪ সালের নির্বাচন এবং ’১৪ সালের নির্বাচন আমি কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি।কিন্তু আজকের এই প্রথম প্রহরে ভোট দিতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে একটা উৎসবমুখর পরিবেশ।’ 

২০২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবের আহমেদ বলেন, ‘এটা আমার প্রথম নির্বাচন। কারণ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। তাই এই নির্বাচনকে আমি আমার প্রথম বড় নির্বাচন মনে করছি। এখানে আমি বিশ্বাস করি, যাকে আমি ভোট দিচ্ছি, তিনি আমার হয়ে আমাকে প্রতিনিধিত্ব করবেন। পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আমি আমার নিজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তার মধ্যে খুঁজে পাবো এমনটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘এই আশা থেকেই আজ আমি ভোটকেন্দ্রে এসেছি। আমি আশা করি, ১৯৯০ সালের নির্বাচন বা ২০১৯ সালের নির্বাচনের মতো একমুখী নির্বাচন আর হবে না। ছাত্রজীবন যতদিন থাকবে, আমি ততদিন ভোট দিতে পারব।’