Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিক যুগলের কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ ও ২৯ আগস্ট উপজেলার বান্না গ্রামে এক প্রেমিক যুগলকে আটক করে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। সেই সালিশে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন ওই যুগলের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে বিষয়টি মীমাংসা করেন।

তবে টাকা আদায়ের পদ্ধতি ও বণ্টন নিয়ে ছাত্রদল নেতা মাহমুদ হাসানের সঙ্গে রিপনের বিরোধ শুরু হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় রিপন তার অনুসারীদের নিয়ে মাহমুদের চাপড়িগঞ্জ বাজারের সার ও কীটনাশকের দোকানে হামলা চালান। হামলার সময় দোকানে ভাঙচুর চালানো হয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে ছাত্রদল পক্ষের ১০ জন এবং স্বেচ্ছাসেবক দল পক্ষের ৪ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রদল নেতা মাহমুদ হাসান অভিযোগ করে বলেন, ‘রিপন আমাদের নাম ব্যবহার করে প্রেমিক যুগল থেকে টাকা আদায় করেছেন। আমরা প্রতিবাদ করায় তিনি আমার দোকানে সন্ত্রাসী হামলা চালান।’

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর ইসলাম রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রাপ্ত টাকা দলের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বরং মাহমুদের লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছে।’

ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’