Image description
 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। জনগণ একটি সঠিক নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন, কিছু যাবে আসবে না। নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে হবে। আপনারা যদি না আসেন, আপনারা না হারালেও, হারানোর পর্যায়ে চলে যাবেন।

 

আজ শনিবার (৩০ আগস্ট) বিকালে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হল। একটা রোড ম্যাপের ঘোষণা হয়েছে, সরকার প্রস্তুতি নিচ্ছে সেই মুহূর্তে কিছু মানুষ চেষ্টা করছেন বিভিন্ন অজুহাত বানাতে। চেষ্টা করছেন যাতে করে নির্বাচন পেছানো যায় অথবা নির্বাচন না করা যায়। আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা এই কু-কর্মের সাথে লিপ্ত, আপনারা যদি এটা করেন বাংলাদেশের জনগণ কিন্তু এটা মানবে না। আমি সরকারের প্রতি আহবান করব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন বিভিন্নভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, সেটা দেখার জন্য।

 

আমি যেখানেই যাই, আমাকে একটা কথা বলা হয়, আমি নাকি অত্যন্ত নির্যাতিত। তখন আমি বলি আমি নির্যাতিত ঠিক আছে। কিন্তু আমাদের থেকেও অনেক বেশি নির্যাতিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং উনার পরিবার। উনার যে নেতৃত্ব সেটা সীমাহীন। উনি কোন কারণ ছাড়া মিথ্যা মামলায় আট বছর কারাবাস করেছেন।

ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, নির্যাতন-নিপীড়নের কারণে শাহাদাত বরণ করেছেন। উনার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি আমাদের এই দলের হাল ধরে আছেন। তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন প্রায় ১৮ বছর হল। আমাদের নেত্রীকে ওনার নিজের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। উনার চেয়ে নির্যাতিত কেউ কি আমাদের দেশে আছে? আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করি।

তিনি আরো বলেন, আজকে আমাদের নেত্রকোনা জেলার সম্মেলন। এই সম্মেলনে আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী। দলের নিবেদিত প্রাণ এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কর্ম দিতে পারবেন। যিনি পরীক্ষিত এমন লোককেই আপনারা নির্বাচিত করবেন বলে আমি আশা করি।

সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ১ হাজার ৫ শত ১৫ জন কাউন্সিলর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিবেন।