
কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।
তিনি আরো বলেন, ‘দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।’ সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
‘তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কী বুঝবে?’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে।
জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপতিত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।