Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার ভণ্ডুল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা কোনভাবেই চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করব। এজন্য নেতা-কর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে।  

আজ (১১ আগস্ট) সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন। বিশ্বাস করি, এই কঠিন পথ আমরা সফলভাবে পাড়ি দেব। বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটা বিএনপি পরিবার। ষড়যন্ত্র ঠেকাতে বিএনপি পরিবারকে  দুটো কাজ করতে হবে, একটি হচ্ছে- জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। প্রত্যেককে সচেতন হতে হবে যেন জনগণ আমাদের ওপর থেকে আস্থা না হারায়। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ, জনগণই বিএনপির মূল শক্তি। অপর কাজটি হলো- শহীদ জিয়ার সৈনিকদের ভাই-ভাইয়ের মতো, ভাই-বোনের মতো ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, রাজনীতিকসহ দেশের সকল মানুষ বিএনপির কাছে ভাল কিছু প্রত্যাশা করেন। কিন্তু এটা করতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগীরা অনেকেই বিএনপির নেতা-কর্মীদের কাছে ঘুঘুর মতো উড়ে আসছে। এসব ঘুঘুদের কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। এরা নিজেদের স্বার্থ উদ্ধার করতে আসবে, আবার স্বার্থ মিটে গেলে চলে যাবে। এসব ঘুঘুরা যেন দলে আসতে না পারে। 
শীর্ষনিউজ