
নাটোরের বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে মোবাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুলের দেওয়া হুমকির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে জেলা ছাত্রদল।
শনিবার রাতে জেলা সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের নির্দেশনা মোতাবেক দপ্তর সম্পাদক আসিফ ইকবাল এই শোকজ করেন।
আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টে অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পৌর বিএনপি আনন্দ র্যালির উদ্যোগ নেয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে এ অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করে; কিন্তু মাসুম তাতে রাজি না হওয়ায় বিপুল তাকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি প্রদান করেন; যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে মাসুম রেজা বিষয়টি জেলা কমিটিকে জানালে তারা এ শোকজ করেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বলেন, আমি ৫ আগস্টের অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিপুল জেলা বিএনপির নেতাদের নিয়ে কটূক্তি করে ও আমাকে মারপিটের হুমকি দেয়। এর আগেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। এবার আমি বিষয়টি জেলা নেতাদের মৌখিকভাবে জানিয়েছি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, মাসুম রেজা আমার বাল্যবন্ধু। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ ছাত্রদলে নেই। সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।