Image description

কক্সবাজারে ভ্রমণরত এনসিপির ৫ শীর্ষ নেতা গত রাতেই কক্সবাজার ত্যাগ করে চলে গেছেন। ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণার দিন সেই অনুষ্ঠান বর্জন করে তারা কক্সবাজার এসেছিলেন।

ওই ৫ শীর্ষনেতারা হলেন, দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, স্ত্রীসহ সারজিস আলম ও স্বামী খালেদ সাইফুল্লাহসহ ডা.তাসনীম জারা।

তবে এই জুলাইযোদ্ধারা ৫আগষ্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে দূরে থাকায় নাবা ধরণের প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।