Image description

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষক লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইউসুফকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের গোলাবাড়িস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এসএম ইউসুফ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলনের জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। আজ দুপুর ১২ দিকে এসএম ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এসএম ইউসুফকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এতোদিন খুঁজে না পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।