
নতুন দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে যারা আবেদন করেছে, তাদের ছোটোখাটো ত্রুটি সংশোধন করে কাগজপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে রোববার।
ইতোমধ্যে ১৪৪ নতুন দলের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে মধ্য জুলাইয়ে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়।
এরই অংশ হিসেবে এদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।
এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে তা পূরণ করতে বলেছে ইসি।
তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।
এনসিপি প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
নতুন দল নিবন্ধনের শর্ত হল– দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত তালিকা লাগবে।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নিবন্ধন প্রত্যাশী শখানেক দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে আবেদন বাতিল হয় ৮১টির; ১২ দলের তদন্ত হয়। শেষে মাত্র দুটি দল নিবন্ধন পায়।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫০টি। এরাই দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য।