
চাঁদপুরের ফরিদগঞ্জে ফসলের মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার কাছিয়াড়া এলাকায় লাশ উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান (৪২) তিন ছেলেমেয়ের বাবা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে উপজেলার কাছিয়াড়া এলাকার একটি ফসলের মাঠে তার লাশ খুঁজে পান পরিবারের লোকজন। মৃত মান্নান সাফুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের ছেলে রমজান হোসেন (২০) বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমাদের প্রতিবেশী বিল্লাল গাজীর কৃষিকাজ করতে বাড়ি থেকে বের হয়ে যান বাবা। যথানিয়মে বাড়িতে ফেরত না আসায় আমরা সবাই মিলে খোঁজাখুজি শুরু করি। রাত সোয়া ১০টার দিকে দেখি বাবার লাশ আমাদের বাড়ির পাশেই একটি ফসলের মাঠে পড়ে আছে। বাবার লাশের পাশে আমাদের মসজিদের জেনারেটরের বৈদ্যুতিক তার পড়েছিল। এ সময় আমরা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।
তিনি জানান, আমরা ২ বোন ও ১ ভাই। বাবা শ্রমিকের কাজ করে আমাদের পরিবারের ৫ সদস্যের জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সাবেক কাউন্সিলর খলিলুর রহমান ও জাকির হোসেন গাজী বলেন, লাশের পাশে একটি জেনারেটরের বৈদ্যুতিক লাইন ছিল; যা স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল থেকে কৃষিজমির উপর দিয়ে মসজিদে লাইন সংযোগ দেওয়া হয়েছিল। লাইনটি সামাজিক কাজের অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ মসজিদে মুসুল্লিদের ধর্মীয় কাজ করার সুবিধার্থে দিয়েছিলেন। আমরা ধারণা করছি, বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ফসলের মাঠ থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।