
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতাদের বিরুদ্ধে আরেকবার অশালীন ও শিষ্ঠাচারবহির্ভূত উক্তি করা হলে চট্টগ্রাম থেকেই তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই।
মঙ্গলবার বিকালে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ২নং গেটে এসে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়।
মীর হেলাল বলেন, সমালোচনা অবশ্যই করবেন। তবে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচারবহির্ভূত আর কোনো কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে, সংযম দেখাতে। তাই আমরা অত্যন্ত ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে; এখনো চলমান রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। তারেক রহমানের নেতৃত্বে আগামীর ভবিষ্যত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে।
মীর হেলাল বলেন, আজকে দেশে যে মব কালচারের সৃষ্টি করা হয়েছে- তা হলো পলাতক ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। বিএনপি একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার। আমরাও কোনো অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করি না এবং প্রশ্রয়ও দিই না।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন। উপস্থিত ছিলেন মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।