Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ পুরাতন হোক বা নতুন বাংলাদেশের জনগণ কাউকে ছাড় দেবে না। একটি সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি তাকিয়ে আছে।

তিনি বলেন, আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা কোন নির্বাচন দেখতে চাই না । এই ধরনের কিছু আলামত আমরা লক্ষ্য করছি । যারা এ ধরনের আলামতের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা হল। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে । আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করবে। এখানে কাউকে কোন ছাড় দেবে না জাতি এবং আমরাও দেব না।

আজ শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোডে কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আপনাদের কাছে আবেদন রেখে যাই । ২৪ এর আন্দোলনে বহু রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন পেয়েছে । এই পরিবর্তন এসেছে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। আমাদের লড়াই শুধু ফ্যাসিবাদীর বিরুদ্ধে নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ।

এখন থেকে ছাত্র যুবক জনতা শ্রমিক অতীতে যেমন বুক চেঁচিয়ে লড়াই করে নিজেদের অধিকার কায়েমের জন্য এগিয়েছিল । আগামীতে তাকে শতভাগ সফল করার জন্য আমাদের বুকে যুবকদের কে ধারণ করে এগিয়ে যেতে হবে। আগামীর ছাত্র যুবক শ্রমিকদের জন্য এমন একটি দেশ রেখে যেতে চাই। যেখানে তারা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তাদের প্রয়োজন হবে না। সেই আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি আমরা একটি মানবিক সমাজ , চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত সমাজ যদি গড়তে হয়। তাহলে আল্লাহর আইনের কোন বিকল্প নেই । আমরা আল্লাহর আইন ও মানবিক আইনের দিকে সবাইকে আহবান জানাচ্ছি । যতদিন বাংলাদেশে ফ্যাসিবাদের যতদিন সামান্য অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা ৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মুহাম্মদ, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমানসহ কুমিল্লা মহানগর জামায়াতের নেতারা।