
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সব রাজনৈতিক দল এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ভারচুয়ালি বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে এই আলোচনা অনুষ্ঠান।
`গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মঙ্গলবারের কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেবেন
এই কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সমমাননা দলের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। কর্মসূচি সফল করার জন্য শৃঙ্খলা কমিটিসহ ও নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।