Image description

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাত্রদল কর্মী মানিক খন্দকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিফাতকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। অপরদিকে ফেসবুকে মানিক খন্দকারও তার ওপর অতর্কিত হামলার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে রোববার (১৫ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পরে ছাত্রদল কর্মী মানিক খন্দকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিফাত উভয়ে অতর্কিত হামলার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন।

আহত কাজী রিফাত জানান, শনিবার (১৪ জুন) বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমন্বয় কমিটি ঘোষিত হয়। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া এক নেতাকে অভিনন্দন জানাই। এ  শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী মানিক খন্দকার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাকে আহত করে।

ছাত্রদল কর্মী মানিক খন্দকার জানান, আমাদের পাহাড়পুর ইউনিয়নে সমন্বয়ক দাবি করা কতিপয় ব্যক্তি বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছবি ও মাদক সেবনের ছবি ফেক আইডির মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ হওয়ায় তারা সেই আইডি আমি চালাই সন্দেহে রোববার রাতে আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। 

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, আমরা দুইপক্ষ থেকে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।