Image description
 

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি নেতা মুহাম্মদ মুনির হোসেন বলেন,  “বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশে হাসিনার কোনো রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশে শেখ মুজিবের পরিবারের কোনো রাজনীতি করার সুযোগ নেই।"

পটুয়াখালীর বাউফলে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “আমার নামে ৪২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমি তিন-তিনবার জেলে গিয়েছিলাম। তিনবারে আমি পাঁচ মাস জেল খেটে বেরিয়েছি। দীর্ঘ ১৭ বছর বিএনপি রাজপথে ছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিএনপির হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে।”

তিনি আরও বলেন, আমি আপনাদের কথা, আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন করেছি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 

 

“আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, দেশের শাসনভার গ্রহণ করেছে। আপনারা মনে রাখবেন, আমাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে।”

 

মুনির হোসেন বলেন, “আজকের নতুন জেনারেশন, দীর্ঘ ১৭ বছর তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। তারা ভুলেই গিয়েছিল কীভাবে ভোট দিতে হয়। এখন আমরা বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই। আমরা এপ্রিলে নির্বাচন চাই না। কোনো কোনো দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।”

তিনি বিএনপিকে "বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল" আখ্যা দিয়ে বলেন, “এই দলের প্রতিষ্ঠাতা আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করছি।”