Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলার ঘটনায় শিবিরকে দায়ী করে বিক্ষোভ করেছে ছাত্রদল।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে এ বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, 'ঢাকায় সাম্য হত্যা, ক্যাম্পাসে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও বাম ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ মশাল মিছিলে নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা একই সূত্রে গাঁথা। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনীতি চেয়েছি, কিন্তু শিবিরের এই হামলা প্রমাণ করে তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তবে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে ছাত্রদল ক্যাম্পাসে আর সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবে না। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেভাবে কেউ যদি কিছু করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে।'

বিক্ষোভে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।