
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় ঐক্য ও ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’ শীর্ষক একটি অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে।
আজ রবিবার (২৫ মে) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো স্মরণ করে জাতীয় জীবনে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং মানুষকে অনুপ্রাণিত করা।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ছাত্রশিবির সকল শ্রেণী-পেশার মানুষকে আহ্বান জানিয়েছে—জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখা, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জাতিগত ঐক্য গড়ে তোলার লক্ষ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উঠে এসেছে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ জাতিকে বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে নতুন করে প্রেরণা যোগাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।