
জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি। যেই বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক নয়, বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অতীতে যেই বৈষম্যমূলক বাংলাদেশ ছিল, তার ঊর্ধ্বে উঠে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো।"
তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে এই স্থানে আমাদের ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই। সেই বাংলাদেশ যেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
এছাড়া তিনি আরও বলেন, "আমাদের সামনে পুলিশ ভাইয়েরা রয়েছেন। পুলিশ নিয়ে অনেকের বিরক্তি থাকলেও পুলিশকে কারা ব্যবহার করেছে, তা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন, অমানবিক পরিশ্রম বা সংস্কার নিয়ে কেউ কথা বলেনা। আমরা এসব সংস্কারের বিষয়েই কথা বলছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে পুলিশ আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না। প্রশাসনকেও আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না।"
"কোন ‘আমি ভার্সেস ডামি ইলেকশন’ প্রচলিত হবে না। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আমরা আহ্বান জানাবো—আপনারা যেন আর কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ না করেন। ৫ আগস্ট যেভাবে জনগণের কাতারে নেমে এসেছিলেন, সেভাবেই এবার আমরা সবাই মিলে পরবর্তী বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাবো”, বলেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=jHANRB-gOeQ