Image description

বিএনপির ঢাকা দক্ষিণের নেতা ইশরাক হোসেনকে সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। গতকাল বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন তারা। এমনকি বৃষ্টিতে ভিজেই সড়কে রাত্রিযাপন করেছেন ইশরাকের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন ইশরাকের সমর্থকরা। অবস্থান করছেন ইশরাকের সমর্থকরা। এ সময় তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং উপদেষ্টা আসিফ মাহদুমের পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।

এদিকে বুধবার (২১ মে) বিকেলে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু সরকারের দুই জন উপদেষ্টা মদদ দিচ্ছেন, যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেক উপদেষ্টা মাহফুজ আলমকেও পদত্যাগ করতে হবে।
 
উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আট দিন ধরে আন্দোলন করছেন দলীয় নেতাকর্মীরা। আজ সকালে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। আশেপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। তৈরি হয়েছে জনদুর্ভোগ।