Image description

কুমিল্লায় সম্প্রতি বিএনপি কে নিয়ে এন‌সি‌পির মুখ‌্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য ও পরবর্তীতে কুমিল্লা প্রেস ক্লাবে বিএনপি'র হাসনাত আব্দুল্লাহ-বিরোধী সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জেলার দেবিদ্বার উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে উভয় দল হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে-বিপ‌ক্ষে মি‌ছিল এবং বি‌ক্ষোভ সমা‌বেশ করেছে । 

জানা গেছে, সম্প্রতি কু‌মিল্লা শিল্পকলা একা‌ডেমী‌তে বিএন‌পি‌কে নি‌য়ে দেয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব‌্যকে কেন্দ্র ক‌রে মঙ্গলবার বি‌কে‌লে জেলার দে‌বিদ্বার উপ‌জেলা সদ‌রে জুলাই অভ‌্যূত্থা‌নে আহত, শ‌হিদ প‌রিবার ও ছাত্র জনতার ব‌্যা‌নারে মিছিল বের করা হয়। অপরদিকে ব‌্যা‌রিস্টার রিজ‌ভিউল আহসা‌ন মুন্সীর নেতৃ‌ত্বে বিএন‌পির একাংশের ব‌্যানা‌রে মিছিল বের করে। 

গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একটি সমাবেশে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, “কুমিল্লার অনেক উপজেলায়  বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।" এই বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।  তারা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায়, তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেওয়া হয়।

ওই ঘোষনার প্রতিবা‌দে জুলাই অভ‌্যূত্থা‌নে আহত, শ‌হিদ প‌রিবার ও ছাত্র জনতার ব‌্যা‌নারে দেবিদ্বার  জেলাপ‌রিষদ মা‌র্কেট থে‌কে মি‌ছিল শুরু ক‌রে। মি‌ছিল‌টি উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে মু‌ক্তিযুদ্ধ চত্ব‌রে এ‌সে সমা‌বেশ ক‌রে। এসময় বক্তব‌্য রা‌খেন জুলাই শ‌হিদ তন্ম‌য়ের বাবা, শ‌হিদ ম‌হিউ‌দ্দি‌নের মা, আহত তান‌ভির হাসান তুষার ও ইয়া‌ছিন আরাফাত।

এ সময় বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহ কে হুমকী দিয়ে ধমিয়ে রাখা যাবে না। এমন হুমকি নতুন নয়। বার বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কোন হুমকি ও ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা নর্সাৎ করা যাবে না। 

পরে বিএনপির একাংশের নেতা ব‌্যা‌রিস্টার রিজ‌ভিউল আহসান মুন্সীর নেতৃ‌ত্বে বিএন‌পির নেতা কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ  মি‌ছিল বের ক‌রে। মি‌ছিল‌টি বিএন‌পির সা‌বেক সংসদ সদস‌্য ই‌ঞ্জি‌নিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন থে‌কে শুরু হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে মু‌ক্তিযুদ্ধ চত্ব‌রে এ‌সে সমা‌বেশ ক‌রে।

সমা‌বে‌শ থে‌কে হাসনাত আব্দুল্লাহ‌কে তার বক্ত‌ব্যের জন‌্য ক্ষমা চাওয়ার আহ্বান ক‌রেন ব‌্যা‌রিস্টার রিজ‌ভিউল আহসান মুন্সী। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অধ‌্যাপক সুলতান ক‌বির আহাম্মদ, কু‌মিল্লা উত্তর জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি সু‌ফিয়া বেগম, আবুল কালাম প্রমূখ।

উল্লেখ্য কুমিল্লা ৪ ( দেবিদ্বার) সংসদীয় আসন থেকে আগামী সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লার অংশ নেয়ার কথা এলাকায় আলোচনায়  রয়েছে।