
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গ্রেপ্তারের সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমি এইমাত্র প্রথম আলোতে দেখলাম, নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের সময় উনি জুলাই-আগস্ট মাসে কী করছিলেন? দেখা যাচ্ছে, উনি ওই সময়টাতে একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। তিনি তখন দেশের বাইরে, ক্যানাডায় ছিলেন। অথচ সেই সময়কালেই তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই মামলাগুলো কতটা ভুয়া, সেটাই বোঝা যায়। আর এই মামলার পুরো সুবিধা আওয়ামী লীগ নিচ্ছে। তারা আন্তর্জাতিক মহলে বলবে এবং ইতোমধ্যেই বলছে যে—এই মামলাগুলো ভুয়া, মিথ্যা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।”
ব্যারিস্টার রুমিন মনে করেন, “এই পলিটিক্যাল গেইন পুরোপুরি আওয়ামী লীগ ক্যাশ করবে। এখন যেসব মামলা হচ্ছে, এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। পরবর্তীতে যদি আওয়ামী লীগ বলে যে জুলাই-আগস্ট মাসে তারা কিছুই করে নাই, দেশে কিছুই ঘটেনি এবং যা হয়েছে সবই এই সরকারের তৈরি করা ঘটনা—তাতে আমি অবাক হবো না।”
তিনি বলেন, “আওয়ামী লীগ এসব ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা নিতেই পারে, এবং নিচ্ছেও।”
সূত্র: https://www.youtube.com/watch?v=FzQrq1M7R7M