Image description

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে জেলা জামায়াতে ইসলামীর রাজনীতি বিষয়ক সম্পাদক আজিজুল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। তা বরদাস্ত করা হবে না। জামায়াতে ইসলামী কোন ভূঁইফোড় সংগঠন নয়।

সোমবার (১৯ মে) বিকেলে পাকুন্দিয়ায় অনুষ্ঠিত স্বাগত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৩১ মে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে এ মিছিলের আয়োজন করা হয়।

আজিজুল হক বলেন, জামায়াতে ইসলামীর গঠনমূলক সমালোচনা করবেন। ভুলত্রুটি থাকলে তুলে ধরবেন। আমরা তা সাদরে গ্রহণ করে নেব। যা খুশি তা বলে বিভ্রান্ত করবেন না।

উপজেলা সদর বাজারের পাট মহালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার। সংগঠনটির সেক্রেটারি আনম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. নাজমুল হক, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শরীফ উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধীক নেতাকর্মী।