Image description

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। 

শুক্রবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ওয়ার্ড কমিটির অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিগত ১৭ বছর জনগণ ভোট  দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রাজনৈতিক দল বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে রাতের আঁধারে জালিয়াতি করে ভোট ছিনিয়ে নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতাকর্মীদের জেলে অবরুদ্ধ রেখে ভোট করেছে।

যার কারণে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তাই তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিক নেতা নির্বাচন এবার ভোটের মাধ্যমে হচ্ছে। এর উদ্দেশ্য হলো দলের ভিতরে গণতন্ত্র  চর্চা করা। তাই এ প্রক্রিয়া আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি এবং গণতন্ত্রকে সুসংহত করতে চাই।
 

এ্যানি আরো বলেন, আমাদের গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধাই আসুক সকল কিছুই আমরা মোকাবিলা করতে পারব।

লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আশরাফ উদ্দিন নিজান একজন জনপ্রিয় নেতা। তিনি এ আসন থেকে বার বার এমপি হয়েছেন। ভবিষ্যতেও হবেন।

তাই তার হাতকে শক্তিশালী করলে আপনাদের উপকার হবে এটা মাথায় রেখে কাজ করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহ-সভাপতি হ্যাপী চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী প্রমুখ।