
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘৮টার দিকে একটা মিটিং চলছে, সেটা আমরাও জানতে পেরেছি এবং আপনারাও (উপস্থিত সাংবাদিক) জানেন। সে বৈঠক থেকে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রূপরেখা আসে।’
তিনি বলেন, ‘যদি না আসে পুরো বাংলাদেশের মানুষ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যাদের হাত ধরে জুলাই হত্যাকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, তাদের অস্তিত্বই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট সে রোডম্যাপটা নেওয়ার জন্য আজকে এখানে অবস্থান করেছি।
আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে গণমাধ্যমকে এসব কথা বলেন সারজিস।
এ সময় তিনি বলেন, ‘আমরা এখনো যমুনার সামনে যাইনি। আমরা ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে অবস্থান করছি।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি।
এদিকে হাসনাত আব্দুল্লাহর ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেওয়ার পরপরই রাজসিক মোড়ে শাহবাগ মোড় থেকে মিছিল আসা শুরু করে। এ সময় রাজসিক মোড়ে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।