Image description

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মুন্নিকে ধরে পুলিশে সোপর্দ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার (১০ মে) রাতে মিরপুরের ২নং ৬০ ফিট রোডের বারেক মোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, জুলাই আন্দোলনে মিরপুর ১০ নম্বরে ছাত্র জনতার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

আজ রাতে পৌনে ১০টার দিকে ছাত্রদলের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এ ঘটনা সংবলিত একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, যুবমহিলা লীগ নেত্রী মুন্নিকে ধরার পর পুলিশ এসে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। 

ছাত্রদলের পোস্টের ক্যাপশনে লেখা হয়, মিরপুরে নাশকতার পরিকল্পনার সময় পাশ থেকে শুনে ঢাকা সিটি উত্তর ৯৪ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মুন্নিকে হাতেনাতে ধরে ফেলে ছাত্রদল। মিরপুর ২ নাম্বার ৬০ ফিট রোডের বারেক মোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে মিরপুর ১০ নাম্বারে ছাত্র জনতার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। 

এতে আরও লেখা হয়, ধরিয়ে দেয়ার সময় ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাজ্জাদুল ইসলাম, কাফরুল থানা ছাত্রদলের শাহরাজ খান, মিরপুর থানা ছাত্রদলের জাহিদুল ইসলাম সুমন ও ইসমাঈল হোসেন সজীবের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় মুন্নিকে মিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ-এর নির্দেশনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সতর্ক অবস্থানে ছিল। মিরপুর থানা পুলিশে ধরিয়ে দেয়ার আগে ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি মুন্নি ছাত্রদলের নেতৃবৃন্দকে তাকে ছেড়ে দেয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে চায়। কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।