Image description
 

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

গতকাল বৃহস্পতিবার রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’

এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

এই খবরে প্রতিক্রিয়া জানান হাসনাত আবদুল্লাহ।

অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের সব শক্তি আবার ঐক্যবদ্ধ।’

এর পর তিনি আরও কিছু পোস্ট করেন নিজের ফেসবুক আইডিতে। লেখেন, ‘আওয়ামী লীগ নিষেদ্ধের দাবি জনতার দাবি। এই দাবির সাথে সংহতি জানাতে যমুনায় যোগ দিতে আসছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনারাও আসুন।’

সব শেষ হাসনাত লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। লড়াই চলবে।’