
সরকারের সমালোচনা করার কারণ জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘স্রোতের বিপরীতে গিয়ে আমি কেন শুরু থেকেই এই সরকারের সমালোচনা করেছি। কারণ, এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে আমি ২০১৮ সাল থেকে চিনি।
তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টার মনোভাব এমন যে, প্রশাসন ও সরকারের দপ্তর ও সেক্টর থেকে আওয়ামী সুবিধাভোগীদের সরিয়ে দিলে সব তো বিএনপি-জামায়াত ঢুকে পড়বে। আমরা তো আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাতে পারব। কিন্তু বিএনপি-জামায়াত তো আমাদের কথা শুনবে না।
রাশেদ আরো বলেন, ‘আজকে শেষরাতে সরকারের সবুজ সংকেত পেয়ে পুত্র-শ্যালকসহ ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে।
সবশেষে তিনি বলেন, ‘আজকে লিখে রাখেন, এদের আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের কোনো মুরোদ নাই, বরং এরা বিদেশিদের চাপে আ.লীগকে নির্বাচনে নেওয়ারও পাঁয়তারা করবে। এরা সংস্কারের মূলা ঝুলিয়ে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে, মূলত এরা গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান করছে।’