
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী কলেজে আসাকে কেন্দ্র করে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- ছাদ মিয়া, সাব্বির আহমদ, জয়নাল, এনাম আহমদ অভি, সুবেগ, সুজেল ও জামিল আহমদসহ ১৫ জন।
জানা যায়, কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী জয়নাল কলেজে আসবে কী আসবে না, তা নিয়ে কয়েক দিন ধরে ফেসবুকে লেখালেখি চলছে।
এ ঘটনার জেরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান গ্রুপের কর্মী এনাম আহমদ, অভি, আমির আলী ও রাজনের নেতৃত্বে সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন পক্ষের ছাত্রদল কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ইট-পাটকেল, কাটাপাথর, লাঠি, রামদা নিয়ে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিজান গ্রুপের সাবেক ছাত্রদল নেতা সুমন হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের কর্মী জয়নালকে নিয়ে ফেসবুকের লেখালেখির ঘটনায় ছাত্রদলের দুপক্ষের কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মিলন গ্রুপের পক্ষের ছাত্রদলের নেতা মাহবুর আলম বলেন, মিজান গ্রুপের ছাত্রদল নামধারী অছাত্ররা আমাদের কলেজ ছাত্রদল কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন কলেজছাত্র আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি মুখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদের নেতৃত্বে বিরোধটি নিষ্পত্তির চেষ্টা চালানো হচ্ছে।