Image description

মে দিবস উপলক্ষে এক বক্তৃতায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান শ্রমিক-মালিক সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, “উদ্যোক্তারা অনেক সময় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করেন না, তাদের মর্যাদা দেন না এবং ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হন। এটি দুঃখজনক হলেও বাস্তবতা।”

তবে তিনি আরও বলেন, “একইভাবে আরেকটি বাস্তবতা হলো—যারা সারাজীবন শ্রমিকদের শোষণ করেছে, তারাও এখন চাঁদাবাজদের হাতে শোষণের শিকার হচ্ছে। বিভিন্ন রূপে চাঁদাবাজরা এসে মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। আমরা চাই না এই দুষ্টচক্র এভাবে চলতেই থাকুক।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই, মালিকরা বুঝুক—শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আর শ্রমিকদেরও বুঝতে হবে, মালিক না বাঁচলে তাদের কর্মসংস্থান থাকবে না। তাই উভয় পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি।”

তিনি টেকসই ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে শ্রমিক-মালিকের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “শ্রমিকদের যদি ভালোবাসা ও সম্মান দেওয়া যায়, তাহলে তারাও মালিকের প্রতি অনুগত থেকে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে কাজ করবে।”

মে দিবসের এই বার্তায় তিনি সবাইকে আহ্বান জানান—উগ্রতা নয়, সম্মান, শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে একসাথে পথ চলার জন্য।