Image description

নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. নানু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে যুবলীগ নেতা নানুর গ্রেপ্তারের খবরে তার অনুসারী ২৫-৩০ যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা নানুর মুক্তির দাবিও জানান।

গ্রেপ্তার নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সদস্য এবং উপজেলা তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের দিন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে নাশকতার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্তে নানুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও নানুর বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তার প্রভাবেই শহরে বিভিন্ন জায়গায় ছিনতাই, হয়রানি, এমনকি হত্যাকাণ্ড ঘটেছে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র তাহসিনকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার পেছনেও নানুর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ উঠে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।