
দ্বন্দ্বের শুরুটা মাহফিলে প্রধান অতিথিকে কেন্দ্র করে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ককে প্রধান অতিথি ঘোষণা করা হয়। সেই থেকে পৌর বিএনপির আহবায়কের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলে আসছিল। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ে পৌর বিএনপির আহবায়কের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
মাহফিল অনুষ্ঠানের দিন মঙ্গলবার সকালে দুই পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। তাতেও দুই পক্ষকে একত্রিত করে মাহফিল অনুষ্ঠান চালিয়ে নেওয়া যাচ্ছিল না।
মাহফিল আয়োজন কমিটি ইসলামী সমাজকল্যান কমপ্লেক্সের পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি বাদশা জোমাদ্দার।
ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীরুল কুরআন মাহফিল স্থগিতের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা মঙ্গলবার বিকেলের দিকে নোটিশ দিয়েছেন।
জানাগেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ৬৯তম তাফসির মাহফিল মঙ্গলবার শুরু হবার কথা ছিল। ভান্ডারিয়া তাফসির ময়দানে ৯ দিন ব্যাপী এ তাফসীর মাহফিল আগামী ৩০ এপ্রিল শেষ হবার কথা ছিল। বরিশালের মরহুম মাওলানা আবদুর রব বুলবুলে বাংলাদেশের উদ্যোগে ৬৯ বছর আগে এ তাফসির মাহফিল শুরু হয়। ঐতিহ্যবাহী এ তাফসির মাহফিলের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবদুর রব বুলবুলে বাংলাদেশ এ মাহফিলের সভাপতিত্ব করে আসছেন।
পরবর্তীতে ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স ভান্ডারিয়া পিরোজপুরের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক মনি জোমাদ্দার এর সভাপতিত্ব করে আসছেন। কয়েকবছর স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। ২০২৪-এর তাফসির মাহফিলে অতীতের ধারাবাহিকতার ছেদ ঘটে। তখন সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজকে প্রধান অতিথি করা হয়।
এই বছরের তাফসির মাহফিলের পোষ্টার রাজনৈতিক কাউকে প্রধান অতিথি হিসেবে না রেখে বরাবরের মতো আয়োজক কমিটির সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দারকে সভাপতি রেখে পোষ্টার ছাপানো হয়। তার কয়েকদিন পরে একই তাফসির মাহফিলের আর একটি নতুন পোষ্টার ছাপানো হয়। যে পোষ্টারে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন কে প্রধান অতিথি করা হয়। ভান্ডারিয়া বন্দরের তাফসীর পরিচালনা কমিটি অবৈধ দাবী করে তা প্রত্যাহারের প্রতিবাদে বিএনপির অপর পক্ষ বিক্ষোভ সমাবেশ করে আসছিল। পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদারের তাতে নেতৃত্ব দিচ্ছিলেন। সোমবার সকালেও বিক্ষোভ কর্মসূচী অব্যহত ছিল।
সোমবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করে জেলা বিএনপি। সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর দলীয় পদ স্থগিত করা হয়।
ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার কালের কণ্ঠকে বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজন কমিটি গঠন করা হয়েছিল। আমি সরাসরি এই ঘটনার প্রতিবাদ করেছি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরো বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি।'
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, 'পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এই কারনে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গঠনতন্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, উদ্ধর্তন নেতাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনে তিনি অভিযুক্ত প্রমাণিত না হলে আবার স্বপদে ফিরবেন।'