
জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তাই, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।
এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস জাহাঙ্গীর। একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত এক টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
আনিস জাহাঙ্গীর বলেন, ‘আমি মনে করি, নাহিদ যে অভিযোগ করেছেন, সেটার সত্যতা আছে। সত্যতা তো ডে ওয়ান থেকে প্রমাণিত।’
এছাড়া, গত ১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিজের প্রয়োজনে যেভাবে ব্যবহার করেছে, সেখান থেকে প্রশাসনকে বের করে আনা সম্ভব হয়েছে কিনা, উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে যেভাবে আওয়ামী লীগ প্রশাসনকে সাজিয়েছিল, সেই সাজানো থেকে রক্ষা করার জন্য, স্বৈরাচারের দোসর খুঁজতে গিয়ে যেটা হয়েছে, একেবারে ২০ বছর আগে কে সরকার থেকে বিদায় নিয়েছে, সেই সমস্ত লোকজনকে এনে এনে বসানো হয়েছে।’
অন্তর্বর্তী সরকার প্রশাসনে সংস্কার আনতে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন সাংবাদিক আনিস জাহাঙ্গীর। তিনি বলেন, ‘সে আনুগত্য খুঁজতে গিয়ে ২০ বছর আগে বেশিরভাগই বিএনপির বা অ্যান্টি-আওয়ামী লীগের লোকই ছিল, যাদেরকে প্রসাসনে বসানো হয়েছে।’
প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগের সাথে একমত পোষণ করে আনিস জাহাঙ্গীর বলেন, ‘প্রশাসনে বিএনপির লোক আছে, নাহিদ যথার্থই বলেছে। আমি মনে করি না যে, এখানে মিথ্যা আছে। কিন্তু শুধু বিএনপির লোক নাই, এখানে জামায়াতের লোকও আছে, সেটা বললে বোধহয় ভালো হতো। নাহিদের অভিযোগ আমি অমূলক মনে করি না।’
সূত্র: https://www.youtube.com/watch?v=Xaxqcu79HAw