Image description

Md Abu Shadik (Kayem) মোঃ আবু সাদিক (কায়েম)


 

কুয়েট ভিসি কি নিজের মনুষ্যত্ববোধ জলাঞ্জলি দিয়েছেন? শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার বিচার তো দূর, উপরন্তু অন্যায়ভাবে ভুক্তভোগীদেরকেই বহিষ্কার— এমন জঘন্য ও ন্যাক্কারজনক ভূমিকায় এর আগে দেখেছিলাম ঢাবির পতিত ভিসি মাকসুদ কামালকে। পরিণতিও তাকে ভোগ করতে হয়েছে।
শিক্ষার্থীদের উপর হামলার বিচার, অন্যায় বহিস্কারাদেশ প্রত্যাহার এবং ভিসির পদত্যাগের দাবিতে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একাধিক শিক্ষার্থী।
 
এমতাবস্থায় কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে পদত্যাগ করুন— নতুবা ছাত্র জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাকেও করুণ পরিণতি ভোগ করতে হবে।