Image description

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত ভাগ্নে সন্দেহে আলী হায়দার রতন নামে একজনকে রমনা থানায় হস্তান্তর করেছে ছাত্র-জনতা।

রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তার পরিচয় কী, তা যাচাই-বাছাইয়ের পরই জানানো হবে বিস্তারিত।

এদিকে, আটকের খবর শুনে রাতেই থানায় জড়ো হন রতনের বেশ কয়েকজন বন্ধু-স্বজন। তাদের অভিযোগ, মব তৈরি করে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরর ভাগ্নে পরিচয়ে তাকে আটক করা হয়েছে। যা সত্যি নয়।