
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া যুবদলের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে বুধবার সকালে বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা।
আবার রাতে ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আরেকটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
বহিষ্কার আদেশ প্রত্যাহারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্ল্যেখিতব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।