
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের পুনরুত্থান ও পুনর্বাসন ঠেকাতে একজোট হয়েছে সমমনা ইসলামী দলগুলো। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা নয়টি দফায় ঐকমত্যে পৌঁছায়।
ঘোষিত ৯ দফা হলো:
১. সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ প্রত্যাখ্যান।
২. সয়াবিন তেলের প্রতি লিটারে ১৪ টাকা মূল্যবৃদ্ধি ও শিল্পখাতে গ্যাস সংযোগে ৩৩ শতাংশ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল।
৩. গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের দাবি।
৪. ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পদ রক্ষায় পাশ হওয়া মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিলের আহ্বান।
৫. প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি।
৬. পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাসহ গত ১৫ বছরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি।
৭. আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা প্রত্যাহার।
৮. আওয়ামী লীগের কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৯. দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ, আওয়ামী লীগের বিচার এবং জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মতো জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।