'হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া'

বিবিসি বংলা
Image description

'হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে আট মাস পেরিয়ে ৯ মাসে পড়লেও রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোলো এবং কবে নির্বাচন হচ্ছে, তা এখনো খুব স্পষ্ট নয় বলে বলা হয়েছে এই সংবাদে।

সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই- অগাস্টের গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও দূরত্ব বাড়ছে।

এই অবস্থায় আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে।

এই বৈঠকে বিএনপি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ সম্পর্কে জানতে চাইবে এবং বিষয়টি সম্পর্কে সরকারের অবস্থান জানার পর তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে।

দলটির পক্ষ থেকে পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে।

অন্যদিকে জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়।

আর জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন।

এ ছাড়া রাজনৈতিক দলগুলোর এই মতানৈক্যের মধ্যে সরকারের দুজন উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত বিজ্ঞপ্তি জনপরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নারায়ণগঞ্জে পালিত হয়েছে 'মার্চ ফর ইউনূস' কর্মসূচি। গত ১৩ই এপ্রিল পূর্বঘোষণা অনুযায়ী 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হয়।

একই সঙ্গে নির্বাচনের সময় নিয়ে ভিন্নমত থাকলেও দলগুলো মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচারে নেমে পড়েছে।

অনেকের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মাঠে দ্রুত নতুন মেরুকরণ হতে পারে।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে।

অন্য দলগুলোও নিজেদের অবস্থান স্পষ্ট করবে এবং সে কারণে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়বে।

কালের কণ্ঠ

'ভোজ্য তেলের দাম বাড়ায় কারা? মানবজমিন পত্রিকার শিরোনাম।

এ সংবাদে বলা হয়েছে, সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে পাম তেলের দাম বাড়ানো হয়েছে ১২ টাকা।

নতুন দাম অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

আর পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়।

তবে সরকারি ঘোষণার আগেই ১৩ই এপ্রিল একই পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কারা? ব্যবসায়ীরা নাকি সরকার?

এ প্রসঙ্গে বাজার বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্ত আসে ব্যবসায়ীদের কাছ থেকেই।

তারা বলছেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকার মানতে বাধ্য থাকে। আর না হলে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই মালিক সমিতি কীভাবে দাম বাড়ানোর ঘোষণা দেয়?

তাদের দাম বাড়ানোর এই ঘোষণা প্রমাণ করে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন। সরকার শুধু এর বৈধতা দেয়।

মানবজমিন

'ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ সংবাদে বলা হয়েছে, ফসলের বিশেষ করে সবজির উৎপাদন খরচ বেশি হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক।

এবার শীতকালে এবং রমজানের সময়ে সবজি বিশেষ করে টমেটো, ফুলকপি, বেগুন, লাউ ইত্যাদির দাম অন্য বছরের চেয়ে কম ছিল।

এতে ভোক্তারা স্বস্তি পেয়েছেন। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক।

সম্প্রতি সবজির দাম কিছুটা বেড়েছে। কৃষকরা বলছেন, তাতেও শীত ও রোজার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি কৃষককে উৎপাদনে নিরুৎসাহিত করবে।

তাই কৃষক যাতে ন্যায্যমূল্য পান এবং ভোক্তাও যাতে খুশি থাকেন, সেজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তাদের সুপারিশ হচ্ছে পর্যাপ্ত হিমাগার তৈরি করা। কৃষকের ক্ষতির ঝুঁকি নিরসনে কৃষি বীমার ব্যবস্থা করা।

কৃষিপণ্যের মূল্য নির্ধারণের জন্য মূল্য কমিশন গঠন করা। কৃষি বিপণন অধিদপ্তরকে সচল করা।

সমকাল

এ সংবাদে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের প্রধান অর্থের জোগানদাতা এস আলম, বেক্সিমকো, নজরুল ইসলাম মজুমদারের নাসাসহ ১০টি শিল্প গ্রপের ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি বিভিন্ন ব্যাংকে থাকা তাদের প্রায় চার হাজার কোটি টাকা নগদ জব্দ করা হয়েছে।

একই সাথে তাদের মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনারও প্রক্রিয়া জোরেশোরে শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক, আর্থিক গোয়েন্দা সংস্থা, দুদক, এনবিআর, সিআইডিসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়।

এ টাস্কফোর্সের প্রধান কাজ হলো পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই ব্যাংকিং খাতসহ দেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার তদন্ত শুরু করে।

এরই অংশ হিসেবে বিএফআইইউর তৎকালীন ডেপুটি প্রধান এ কে এম এহসানের নেতৃত্বে হাসিনা, রেহানাসহ শেখ পরিবার ও অগ্রাধিকারভিত্তিতে ১০টি শিল্প গ্রুপের অর্থ পাচারের তথ্য উদঘাটনের প্রক্রিয়া শুরু হয়।

নয়া দিগন্ত

'নির্বাচন কবে জানতে চাইবে বিএনপি' দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

সংবাদটিতে বলা হয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশায় দেশ। দিন যতই গড়াচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততই বাড়ছে।

নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্টভাবে বুঝতে বিএনপির একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান সামনে রেখে বিএনপি আগামী তিন মাস নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে বলেও জানা গেছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের এজেন্ডা ঠিক করতে গতকাল মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকও হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টার দিকে এ বৈঠক হবে। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে থাকবেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, "এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি।"

"কারণ, গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম, তখন তিনি আশ্বস্ত করেছিলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। আমরা তার কথায় আশ্বস্ত হয়েছিলাম কারণ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৮ মাস সময় যথেষ্ট" বলেন মি. আহমেদ।

দেশ রূপান্তর

'সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ সংবাদে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার বেশ কিছু সম্পত্তি গত দুই মাস ধরে বিক্রি করার চেষ্টা করছেন। তবে কাঙ্খিত ক্রেতা পাওয়া যায়নি।

রাজধানীর গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে অনেকটা ফাঁকা পড়ে আছে বড় একটি প্লট।

গুলশান - ২ এর মতো অভিজাত এলাকায় এক বিঘার ফাঁকা প্লট আর নেই। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম অন্তত ২০০ কোটি টাকা।

গুলশানের মূল্যবান এ প্লটটির পাশাপাশি রাজধানীর মাদানী এভিনিউর ১০০ ফুট রাস্তার পাশেও নসরুল হামিদের পাঁচ বিঘা জমি রয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এ জমিটিও বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। প্রতি কাঠা দুই কোটি টাকা করে ধরলেও সম্পত্তিটির মূল্য ২০০ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এত বড় জায়গা একসঙ্গে কেনার মতো গ্রাহক না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট।

বড় আয়তনের এ দুটি প্লট বিক্রি করতে না পারলেও গুলশান, বনানী ও নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন নসরুল হামিদ।

সম্পত্তি বিক্রির ওই টাকার বড় অংশই তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বণিক বার্তা

'বাজারে অস্বস্তি আবার বাড়ছে' প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ সংবাদে বলা হয়েছে, বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ১৪ টাকা বাড়ল। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।

সরকার করছাড় তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে যেমন ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তেমনি কয়েক দিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম।

কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল-ডালের দাম কমার লক্ষণ নেই।

সরকার গত রোববার নতুন কারখানা ও অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও ৩৩ শতাংশ বাড়িয়েছে, যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে।

করছাড় তুলে নেওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাজারে দাম বেড়ে যাওয়ার এসব ঘটনা এমন একটা সময়ে ঘটছে যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না। এখনো মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি।

প্রথম আলো

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, "অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে।"

"একই সঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কীভাবে আদায় করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে" বলেন মি. আলম।

এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করতে প্রধান উপদেষ্টা একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শফিকুল আলম।

দৈনিক ইত্তেফাক

'Russia extends Rooppur loan repayment by two years, waives$164m penalty' দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ রূপপুরের ঋণ পরিশোধে দুই বছর সময় বাড়িয়েছে রাশিয়া, মওকুফ করা হয়েছে ১৬৪ মিলিয়ন ডলার।

এ সংবাদে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্যয় করা ৫০০ মিলিয়ন ডলারের বিলম্বিত কিস্তির জন্য বাংলাদেশকে ১৬৪ মিলিয়ন ডলারের জরিমানা ছাড় করে ঋণের শর্ত শিথিল করতে রাজী হয়েছে রাশিয়া।

এছাড়াও ঢাকার অনুরোধে সাড়া দিয়ে মস্কো মূল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের রাশিয়ান রাষ্ট্রীয় ঋণের মেয়াদ দুই বছর বাড়িয়েছে।

যার ফলে ঋণ পরিশোধ শুরু হওয়ার সময় দেড় বছর পিছিয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রের বরাত দিয়ে মস্কো থেকে পাঠানো সংশোধিত প্রোটোকলের একটি খসড়া উদ্ধৃত করে এ প্রতিবেদনে বলা হয়েছে, এখন মার্কিন ডলারের পাশাপাশি রাশিয়ান রুবেলেও ঋণ পরিশোধ করা যাবে।

 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

'In coffins, from faraway lands' দ্য ডেইলি স্টার পত্রিকার এ শিরোনামের অর্থ দূর দেশ থেকে কফিনে ফেরা।

বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক যাদের মরদেহ সৌদি আরব থেকে ফেরানো হয়েছে এমন ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কুমিল্লার কাজী সালাউদ্দিন ২০২২ সালে সৌদি আরব যান। কিন্তু হঠাৎ এক বছর পরই মারা যান এই অভিবাসী শ্রমিক।

তার মৃত্যু সনদে হৃদরোদ কারণ হিসেবে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে তার পরিবার এটি বিশ্বাস করছে না।

কারণ ওই ব্যক্তির হৃদরোগজনিত সমস্যা বা অন্য কোনও অসুস্থতার ইতিহাস ছিল না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুসারে, গত বছর চার হাজার ৮১৩ জন অভিবাসী শ্রমিকের মৃতদেহ দেশে আনা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সালাউদ্দিন।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সাল থেকে অভিবাসী শ্রমিকদের মৃত্যুর হার ক্রমাগত বাড়ছে। গত বছর এই সংখ্যা চার হাজার ৮১৩ তে পৌঁছায়। যা ২০২৩ সালে ছিল চার হাজার ৫৫২।

২০২২ সালে মৃতের হার ছিল তিন হাজার ৯০৪, ২০২১ সালে তিন হাজার ৮১৮ এবং ২০২০ সালে তিন হাজার ১৪০ জন অভিবাসী শ্রমিকের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।

প্রতি মাসে গড়ে ৪০০টি মরদেহ দেশে আসে, দিনে প্রায় ১৩টি। এই বছরের জানুয়ারিতে ৪৪৭টি মরদেহ দেশে আনা হয়েছিল।

দ্য ডেইলি স্টার


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder