
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন এলাকায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষে লাগানো ঈদ-উল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারের আংশিক অংশ ছেঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (২৮) তার স্ত্রী ইলমা ইয়াসমিনকে (২৪) নিয়ে তার মামার বাড়িতে যাওয়ার পথে ইলমা এক পর্যায়ে ওই পোস্টারের কিছু অংশ ছিঁড়ে স্বামীর গায়ে ছুড়ে মারেন। এ সময় মোটরসাইকেলে যাচ্ছিলেন নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা। পোস্টার ছেঁড়ার বিষয়টি দেখে তিনি দম্পতির কাছে কারণ জানতে চান। তারা দুঃখ প্রকাশ করলেও এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয় এবং হাতাহাতিতে রূপ নেয়।
এর জের ধরে বিকেলে সোহেল মোল্লার নেতৃত্বে যুবদলের একদল কর্মী লাঠিসোটা, রামদা ও রড নিয়ে বেল্লালের মামা আলম শিকদারের বাড়িতে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিএনপি নেতা হারুন শিকদারের সমর্থকরা। উভয়পক্ষের মধ্যে রাস্তায় সংঘর্ষ হয়, যাতে সাতজন নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে সোহেল মোল্লার সমর্থকরা পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে প্রতিপক্ষ সেগুলো ভাঙচুর করে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যুবদল নেতা সোহেল মোল্লা তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। বিএনপি নেতা হারুন শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং মোটরসাইকেলগুলো উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।