
সম্প্রতি খালেদ মুহিউদ্দীন-এর ইউটিউব চ্যানেল "খালেদ মুহিউদ্দীন" এ এক অনলাইন টকশোতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাসিনাকে তীব্র সমালোচনা করেছেন। তিনি তাকে "গণদুশমন" হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার সাথে কাজ করার জন্য অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন।
পূর্বে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সিদ্দিকী বলেন, "শেখ হাসিনা জনগণের শত্রু, এবং তার সাথে কাজ করে আমি লজ্জিত।" তিনি আরও বলেন, "এটা বলার মধ্যে আমার কোনো লজ্জা নেই, এবং আমি তার সাথে কাজ করার জন্য সত্যিই অনুতপ্ত।"
সিদ্দিকী তার মন্তব্যে এও স্পষ্ট করেছেন যে, তিনি ইতিহাস অস্বীকার করবেন না এবং কোনোভাবেই ইতিহাস বিকৃত করবেন না। তিনি বলেন, "আমি ইতিহাস অস্বীকার করবো না, এবং তা বিকৃত করব না।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1BP262gB8f/