
পাবনা সদর উপজেলার অনন্ত বাধ কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় পৌর যুবদল সভাপতি রুপমের অনুসারী ছিলেন বলে জানা যায়।
বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল আরাফাত ও তার সহযোগীদের। বুধবার রাতে আরাফাতকে একা পেয়ে শহিদ মেম্বরের অনুসারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে মৃত আরাফাতের সহযোগীরা ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আব্দুস সালাম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় শহিদ মেম্বর ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।