Image description

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, অবৈধ সরকারকে ছাত্র-জনতা সবাই মিলে আমরা উচ্ছেদ করতে পেরেছি, এটা আমাদের একটা বিজয়, এটা স্বাধীনতা না।

রোববার (৩০ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

দেশ একবারই স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে বিএনপি নেতা খন্দকার আবু আশফাক আরও বলেন, 'দেশ ১৯৭১ সালে একবার স্বাধীন হয়েছে। আমরা যদি দ্বিতীয় স্বাধীনতার কথা বলি, তাহলে ১৯৭১ এর স্বাধীনতাকে কলঙ্কিত করা হয়।'

 

'তবে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, একটি অবৈধ সরকারকে ছাত্র-জনতা সবাই মিলে আমরা উচ্ছেদ করতে পেরেছি, এটা আমাদের একটা বিজয়, এটা স্বাধীনতা না', যোগ করেন তিনি।

 

 

সূত্র: https://www.facebook.com/share/r/1ARzxp98j4/