Image description
 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়; আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জুলাই ২৪-এ জালিম চলে গেছে, জুলুম রয়ে গেছে।

 

বৃহস্পতিবার বিকালে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে আ স ম আবদুর রবের বাসভবনে অনুষ্ঠিত ইফতার মহফিলে আ স ম আব্দুর রব আরও বলেন, স্বৈরাচারী কাজ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুস-দুর্নীতি অত্যাচার বন্ধ হয়নি। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটা ছিনতাই হয়ে গেছে। যতদিন পর্যন্ত শতভাগ মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।

 

 

উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুর সঞ্চালনায় জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে আ স ম রব বলেন, আমি আমার পরিবারের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি গরিব, শ্রমিক মেহনতি মানুষের জন্য। অনেকে বলেন, নির্বাচন চাই, নির্বাচন তো দেবে। নির্বাচিত সরকার তো ছিল, কিন্তু যারা মারা গেছে তাদের কী হবে? স্বৈরাচারের শেকড় মাটি থেকে সমূলে উচ্ছেদ করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কি দেশ সংস্কার করবে নাকি সন্ত্রাসীরা যে লেজ রেখে গেছে, তারা যে টাকা পাচার করছে, সেগুলোর সমাধান করবে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। যেখানে হাত দেবেন দেখবেন কিছুই নাই। সব লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করতে হবে। আমি ছোট বাচ্চাদের ধন্যবাদ জানাই, আমরা লাখ লাখ লোকে যেটা পারিনি, তারা সেটা গুলি অস্ত্র না ছুড়ে সেই বিজয় অর্জন করেছে।

 

রব আরও বলেন, আজকে কোনো এমপি-মন্ত্রী বাড়িতে নেই। কারণ তারা চুরি করেছে। আমরা বাড়িতে আছি, আমরা চুরি করিনি।