
গেল ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পতন হয় পতিত আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার কিংবা পলাতক রয়েছেন।
সম্প্রতি আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের এক ফেসবুক পোস্টের পরেই আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ ইস্যু।
সেই পোস্টে সায়ের উল্লেখ করেন, আজ ২৩ মার্চ ২০২৫, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়।
পলাতক আওয়ামী সংসদ সদস্য (ফেনী ১) আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, এই ইফতার পার্টির আয়োজন করেন।
পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী/প্রতিমন্ত্রী/সংসদ সদস্যসহ প্রায় ১০০ জন নেতা কর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরিবার, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতি উল্লেখযোগ্য।
আগামীকাল একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তারপরেই দেশের কয়েকটি গণমাধ্যমে একি খবর উঠে আসে। গণমাধ্যমের বরাতে জানা যায়, তথ্যমতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন। গণমাধ্যমের তথ্য বলছে আওয়ামী লীগের দফায় দফায় এই বৈঠকের মূল এজেন্ডা অন্তর্বর্তী সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করা। আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া। শুধু এতটুকুই নয় আসন্ন ঈদ বৈশাখকে ঘিরে নানা প্ল্যান করা হয় এই বৈঠকে, বিভিন্ন গণমাধ্যমের সূত্র এমনটিই বলছে।
বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর এসব বৈঠকে উপস্থিত থাকেন দলটির শতাধিক নেতাকর্মী। যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই।