Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

আক্তার হোসেন জালালাবাদ থানার আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে।

 

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি। তিনি বলেন, দুপুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। দুপুরে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক আসামি আক্তারের জামিন মঞ্জুর করেছেন।

 
 

এর আগে, রোববার (২৩) মার্চ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্তর দায়ের করা মামলায় সদর উপজেলার আউশা গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ আক্তারকে কারাগারে প্রেরণ করেছে।

 

জানা যায়, শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত আহত হন। গতকাল শনিবার রাতে এই ঘটনায় শাহপরান থানায় শান্ত বাদী হয়ে সাতজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আখতারকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি ওই মামলার তিন নম্বর আসামি। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেছেন বলে আমি শুনেছি।