
সংস্কারের নামে টালবাহানা করে জাতীয় নির্বাচন কে বিলম্বিত করা মেনে নেয়া হবে না। সন্দ্বীপে বিএনপি’র এক বিশাল ইফতার মাহফিলে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে উপরোক্ত হুশিয়ারী উচ্চারণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম(৩) সন্দ্বীপ সংসদীয় আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এর দেয়া এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক আরো বলেন-বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ হাজারো মুক্তিকামী ছাত্র-জনতা।
তিনি আরো বলেন-২৪ এর ছাত্র-জনতার সফল আন্দোলনে বিএনপি’র গুরুত্বপূর্ণ ভূমিকা কে ছাত্র নেতৃত্ব পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগের সুরে বলেন। অথচ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এ আন্দোলনের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন। যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন- গত ১৭ বছরে আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোসানলে পড়ে আমার মাতৃভূমি সন্দ্বীপ সহ বাংলাদেশে আসতে পারিনি। আজকের এই বিশাল সমাবেশ প্রমান করে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে আমার অবস্থান কোথায় ? আগামী জাতীয় নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসন হতে ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন তাকেই জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।